বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০১৬

জাতীয় বননীতির চূড়ান্ত খসড়ায় (২০১৬) মত দিন! বন ও বন্যপ্রাণী বাঁচান!

পরিবেশ ও বন মন্ত্রণালয় জাতীয় বননীতির চূড়ান্ত খসড়া (২০১৬) প্রকাশ করেছে ও এই নীতির বিষয়ে গণ মত আহবান করেছে।

চূড়ান্ত খসড়াটি 
 http://fd.portal.gov.bd/sites/default/files/files/fd.portal.gov.bd/notices/5cf41be4_0bc0_4f49_bc62_897053e4dc80/Forestry%20Policy%20Final%20Draft%20(1).docx
 ওয়েব লিঙ্কে পাওয়া যাচ্ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয় এই খসড়া নীতির বিষয়ে গণমত নীচের ইমেইলগুলোয় পাঠাতে বলেছেঃ
pablahsifs@gmail.com, smrahman6789@gmail.com, djcengel@hotmail.com

মতামত পাঠানোর কোন শেষ তারিখ খসড়ায় উল্লেখ করা হয়নি।

তবে অনুসন্ধানে দেখা যায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ওয়েব সাইট http://www.moef.gov.bd/, বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd, বন অধিদপ্তরেরআরেকটি ওয়েবসাইট fd.portal.gov.bd কোনটিতেই মুল পাতায়, নোটিশ পাতায় বা আইন ও বিধির তালিকায় এই খসড়া বন নীতির কোন উল্লেখ নেই।




বিষয়টি ভালো করে পরীক্ষা করে দেখার জন্য আমরা www.bforest.gov.bd ও  fd.portal.gov.bd এর অনুসন্ধান বক্সে "National Forestry Policy, 2016 (Final Draft)" লিখে অনুসন্ধান করি। কিন্তু তাতে কোন ওয়েবসাইটেই এই নীতি সংক্রান্ত কোন খবর বা নীতির ভাষ্য উঠে আসেনি। শুধু গুগুল অনুসন্ধান যন্ত্রের সাহায্যে সাধারন অনুসন্ধানে আমরা খসড়াটির সন্ধান পাই ওপরে দেয়া লিঙ্কে।




খসড়া জাতীয় বননীতিটি পাঠ ও পর্যালোচনা করে সবাইকে সংশ্লিষ্ট ইমেইলে (ওপরে উল্লেখিত) মতামত পাঠানোর সনির্বন্ধ অনুরোধ জানাই। বাংলাদেশের প্রায় বিলীন হতে চলা বনাঞ্চল ও বন্য প্রাণীর প্রতি আমাদের ভালবাসা ও দায়িত্ব পালনের এই সুবর্ণ সুযোগ।

এই খসড়া নীতি গৃহীত হওয়ার পর এই নীতি অনুসারেই আগামিতে বাংলাদেশের বন ও বন্য প্রানি ব্যাবস্থাপনা করা হবে। তাই এই নীতির গুরুত্ব অপরিসীম।

আমাদের জিজ্ঞাসা

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে, এবং বন অধিদপ্তরের দুটি ওয়েবসাইটের কোথাও অনুসন্ধানে এই নীতির খসড়া বা এ সংক্রান্ত কোন খবর নেই কেন আমরা এই প্রশ্ন রাখি। জনগণকে মতামত দিতে না জানালে জনগন কিভাবে মতামত দিবে?

বন অধিদপ্তরের জন্য এক্তির জায়গায় দুটি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট,  www.bforest.gov.bd ও  fd.portal.gov.bd রাখা হয়েছে কেন?  

জাতীয় সম্পদের এই অপচয় করা হচ্ছে কেন?

আমাদের দাবী

জাতীয় বন নীতি ২০১৬ (চূড়ান্ত খসড়া) বাংলাদেশ গেজেটে প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে জনমত আহবানের দাবী জানাই।


****
এ সংক্রান্ত কোন তথ্য, আইন, নীতি, বা সাধারন জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুনঃ raihan.khalid@yahoo.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন