তিনদিন আগে আমার ব্লগে আমি লিখি গুলশানের পাশের কড়াইল বস্তি এবং ধানমন্ডির পাশের জেনেভা ক্যাম্পের মানুষদের ভালোমন্দ এক সুতোয় গাঁথা। গুলশানের এবং ধানমন্ডির মানুষরা তাদের গরীব প্রতিবেশীদের ভালো মন্দের খোঁজ খবর না রাখলে একসময় নিজের সীমানার পাশে উৎকট বৈষম্য ও দারিদ্র বেড়ে উঠতে দেয়া তাদের অভিশাপে পরিণত হবে। সৌদি আরব যেমন ইয়েমেনে পর্যুদস্ত হচ্ছে তেমন।
আজ দৈনিক ইত্তেফাকের শেষ পাতায় জেনেভা ক্যাম্প নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন বের হয়েছে। http://www.ittefaq.com.bd/…/last-page/2016/12/21/163884.html
জেলাপ্রশাসন থেকে মাসে মাথাপিছু তিন কেজি গমের বরাদ্দ থাকলেও 2003 সাল থেকে তা বন্ধ রয়েছে। 42 হাজার বর্গফুট এলাকায় সাড়ে পাঁচ হাজার পরিবারের প্রায় 40 হাজার মানুষ বাস। 8 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের ঘরে 10 থেকে 12 জন মানুষের বাস। ঘরের অন্ধকার দূর করতে সারাক্ষন বাতি জ্বালিয়ে রাখতে হয়। রান্না মাটির চুলায়। 40 হাজার মানুষের জন্য শৌচাগার মাত্র দেড়শ।
ক্যাম্পের অধিকাংশ বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে। প্রশ্ন ওঠে সবার তা নেই কেন?
ক্যাম্পের অধিকাংশ মানুষই দিন মজুর। কেউ রিকশা চালায়, কেউ ঠেলা গাড়ী। কেউ মুচি, নাপিত, ধোপা, কসাইয়ের কাজ করে। তরুণরা ওয়ার্কশপে, ইলেকট্রিক, ইলেকট্রনিক্সের কাজ করে। কেউ কাপড়ে জরির কাজ করে।
আমরা ধানমন্ডি নিবাসীদের আহবান জানাই আপনারা আপনাদের প্রতিবেশী জেনেভা ক্যাম্প পরিদর্শন করুন, ওদের দুঃখ কষ্টের ভাগিদার হউন। আপনাদের যাকাত ফিতরা ওদের দান করুন।
গুলশানের অধিবাসীদের আহবান জানাই আপনারা কড়াইল বস্তি পরিদর্শন করুন, ওদের দুঃখ কষ্টের ভাগিদার হউন।
ধানমন্ডি ও গুলশানে অধিবাসীদের বিদ্যমান সমিতি (http://www.gulshansociety.com/) এই দায়িত্ব গ্রহণ করুক।
আপনাদের দানে, সহমর্মিতায় এই দুস্থ মানুষগুলোর জীবনে কিছু স্বস্তি আসুক। ইসলাম সকলকে তার প্রতিবেশীর ভালোমন্দের খোঁজ নিতে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করুন।
পবিত্র কুরান মজিদে আল্লাহ্ পাক ইরশাদ করেছেন
"36. Serve Allah, and join not any partners with Him; and do good- to parents, kinsfolk, orphans, those in need, neighbours who are near, neighbours who are strangers, the companion by your side, the wayfarer (ye meet), and what your right hands possess: For Allah loveth not the arrogant, the vainglorious;- (সুরা নিসা, আয়াত ৩৬) " http://www.islam101.com/quran/yusufAli/QURAN/4.htm
এই উদ্যোগ আপনাদের জীবনে কল্যাণ বয়ে আনবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন