মিয়ানমারের রোহিঙ্গা মানুষেরা সে দেশের উগ্রবাদী বৌদ্ধদের হাতে হত্যা, ধর্ষণ, রাহাজানির শিকার হচ্ছে।
বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামা এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে রোহিঙ্গাদের জন্য সাহায্য চেয়ে আমি নীচের এই চিঠিটি গত ৭ই ডিসেম্বর ২০১৬ইং তারিখে লিখি।
বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামা এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে রোহিঙ্গাদের জন্য সাহায্য চেয়ে আমি নীচের এই চিঠিটি গত ৭ই ডিসেম্বর ২০১৬ইং তারিখে লিখি।

আসুন, আমরা সবাই নিজেদের ইমেইল থেকে দালাই লামা ও জাতিসংঘের মানবাধিকার হাই-কমিশনারের কাছে রোহিঙ্গাদের জন্য সাহায্য চেয়ে চিঠি লিখি। রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলি।
চিঠির একটি ভাষ্য আমি নীচে দিচ্ছি। এই ভাষ্য নকল করে আপনার ইমেইল থেকে ohhdl@dalailama.com; webmaster@dalailama.com; haveyoursay@bbc.co.uk; newsdesk@independent.co.uk; info@kofiannanfoundation.org; InfoDesk@ohchr.org; civilsociety@ohchr.org; editor@thedailystar.net ঠিকানাগুলিতে তা পাঠিয়ে দিন।
চিঠির ভাষ্য এখানে পাওয়া যাবেঃ DALAI LAMA! Please save the Rohingyas from the atrocities of the Buddhist people of Myanmar!
গত বৃহস্পতি বার দিন ৭০ জন ব্রিটিশ এমপি রোহিঙ্গাদের জন্য সাহায্য চেয়ে এক বিবৃতি প্রকাশ করেন।

----
পুনশ্চঃ গত ৮ই ডিসেম্বর ২০১৬ইং জাতিসংঘ একটি 'নোট টু করেস্পনডেন্স' প্রকাশ করে। এতে জাতিসংঘ এই বিবৃতি দেয়ঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন