শনিবার, ডিসেম্বর ১৭, ২০১৬

মহানগরীয় নদী সুরক্ষা কমিটি গঠন

সরকার রাজধানী ঢাকা নগরীর চারটি নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে একটি মহাপরিকল্পনা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি খসড়া পরিকল্পনা দাখিল করবে। প্রয়োজনে তারা একটি কারিগরী কমিটি গঠন করবে। খবর দি ডেইলি স্টার, 16 ডিসেম্বর 2016.

.... কমিটিতে কারা আছেন তার বিবরণ দেয়া হয়নি। সম্ভবত সরকারের কিছু কর্মকর্তা থাকবেন সেখানে যাদের এ বিষয়ে কোনো ধ্যান ধারণা নেই। কমিটি গঠন কি কোনো প্রশাসনিক আদেশের মাধ্যমে হয়েছে? তাহলে বাংলাদেশে গেজেটে সেই আদেশ পাওয়া যাবে, আর তাতে এই কমিটির আইনগত ভিত্তি কি, তাদের দায়িত্বের স্বরূপ জানা যাবে। সরকারের প্রজ্ঞাপিত আদেশ ছাড়া এরকম গণ দায়িত্ব অর্পণ করা সম্ভব নয়। সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়া কমিটির কাজ করা কঠিন হবে। কারণ পরিকল্পনা প্রণয়নের জন্য তাদের গণশুনানী, আলোচনা, পরিদর্শন করতে হবে এবং তাদের পরিকল্পনার ভিত্তিতে গৃহীত কার্যক্রম মানুষের অধিকার, সম্পদ ও স্বাধীনতা আক্রান্ত করবে।

এ বিষয়ে প্রজ্ঞাপিত আদেশটি খুঁজে বের করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন