সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানরসায়ন ও অনুপ্রানবিজ্ঞ্যান
বিভাগকে Genetically Modified (GM) ধানের গবেষণা পরিচালনার অনুমতির অনুমতি প্রদান করলো।
গত ১২ মে ২০১৬ ইং তারিখের বাংলাদেশ গেযেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত পরিবেশ ও বনমন্ত্রনালয়ের গত ২৩শে মার্চ ২০১৬ তারিখের এক প্রজ্ঞ্যাপন জানায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানরসায়ন ও অনুপ্রানবিজ্ঞ্যান
বিভাগকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) এ Genetically
Modified (GM) ধানের Contained Research Work (গবেষণা কার্যক্রম) পরিচালনার অনুমতি প্রদান করা হল। চারটি
শর্ত সাপেক্ষে এই গবেশনা করা যাবে বলে প্রজ্ঞ্যাপনটি জানায়। জীবনিরাপত্তা
সংক্রান্ত National Committee on Biosafety (NCB) এর ৭ম সভায় এই সিদ্ধান্ত
গৃহীত হয়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে,
বাংলাদেশের নাগরিকবৃন্দ, বিশেষ করে পরিবেশবিদ, আইনবিদ এবং গনঅধিকার আন্দোলনকারীগণ
দীর্ঘ দিন ধরে দেশে সকল প্রকার Genetically Modified (GM) শস্য বা প্রান প্রচলন
এবং ব্যাবহারের বিরোধিতা করে আসছেন। দেখুনঃ The Financial Express, VOL 20 NO 157 REGD NO DA 1589 | Dhaka, Sunday,
June 09 2013: Enact 'Right to Food Act' to ensure food security: Speakers; The News Today: Demand for banning GM food in draft Food Safety Bill; বিটি বেগুন বিষয়ে সরকারের অবস্থান পরস্পর বিরোধী; এবং গণবিরোধী। এর পরও দেশে বিটি বেগুনের চাষ কি করে হয়!
---
সুত্রঃ প্রজ্ঞ্যাপন
নং-২২.০০.০০০০.০৭৩.৩৭.০০১.২০১৪-৬৫।--বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-তে Genetically
Modified (GM) ধানের Contained Research Work (গবেষণা কার্যক্রম) পরিচালনার অনুমতি বর্ণিত শর্তসাপেক্ষে
প্রদান করা প্রসঙ্গে। Bangladesh Government Press, Extraordinary Gazette
of May 2016, পৃষ্ঠাঃ 7291-7292
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন