তবে মুজিবকে কে হত্যা করল?
জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে তাঁর প্রধান মন্ত্রিত্বের সময় ধানমণ্ডিতে তাঁর নিজের বাড়িতে আততায়ীদের হাতে পরিবারের সকল সদস্যসহ নিহত হয়েছিলেন।।
তখন তাঁর নিজের দল আওয়ামী লীগ দেশে ছিলনা? ছিল
তাঁর নিজের হাতে গড়া ছাত্রলীগ যুবলীগ দেশে ছিলনা? ছিল
প্রশিক্ষণ প্রাপ্ত এক লাখ যুদ্ধ ফেরত মুক্তি যোদ্ধা দেশে ছিলনা? ছিল
বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সশস্ত্র রক্ষি বাহিনী দেশে ছিলনা? ছিল
সাত কোটি বাঙ্গালি যারা '৭১এ তাঁর নির্দেশে সারা দেশ অচল করে দিল, তারা দেশে ছিলনা? ছিল
বাংলাদেশের পুলিশ মিলিটারি বাহিনি দেশে ছিলনা? ছিল
তাঁর নিজের হাতে গড়া ছাত্রলীগ যুবলীগ দেশে ছিলনা? ছিল
প্রশিক্ষণ প্রাপ্ত এক লাখ যুদ্ধ ফেরত মুক্তি যোদ্ধা দেশে ছিলনা? ছিল
বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সশস্ত্র রক্ষি বাহিনী দেশে ছিলনা? ছিল
সাত কোটি বাঙ্গালি যারা '৭১এ তাঁর নির্দেশে সারা দেশ অচল করে দিল, তারা দেশে ছিলনা? ছিল
বাংলাদেশের পুলিশ মিলিটারি বাহিনি দেশে ছিলনা? ছিল
তবে মুজিবকে কে হত্যা করল?
বাঙালীর মুক্তির এই সারথিকে হত্যার পর কোনো পত্রিকায় আলাদা একটি সংবাদ পর্যন্ত পরিবেশন হয়নি। ওই বছরের ১৬ আগস্টের ইত্তেফাক এবং বাংলাদেশ অবজারভার পত্রিকা তালাশ করে এই চিত্র দেখা গেছে।
১৬ আগস্টের ইত্তেফাক পত্রিকায় ছয় কলামে প্রধান শিরোনাম হয় ‘খন্দকার মোশতাকের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর শাসনক্ষমতা গ্রহণ’। শুধুমাত্র এই প্রতিবেদনের দ্বিতীয় প্যারায় উল্লেখ করা হয়েছে ‘শাসনভার গ্রহণকালে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান স্বীয় বাসভবনে নিহত হইয়াছেন’।
--- thereport24.com, ২০১৫ আগস্ট ১৫
--- thereport24.com, ২০১৫ আগস্ট ১৫
এদিন ওই সময়ের সবচেয়ে পাঠকপ্রিয় বাংলা দৈনিক ইত্তেফাকের অন্যান্য সংবাদ শিরোনামগুলো ছিল :
‘উপরাষ্ট্রপতি, ১০ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ’
‘জাতির বৃহত্তর স্বার্থে শাসনভার গ্রহণ’
‘নয়া সরকারের জন্য বিশেষ মোনাজাত’ এই শিরোনামের সংবাদের পাশে একটি ছবি পরিবেশন করা হয়। এতে বঙ্গভবনে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে খন্দকার মোশতাক এবং তাহের উদ্দিন ঠাকুরের ছবিও রয়েছে।
‘যুক্তরাষ্ট্র স্বাভাবিক কূটনৈতিক কাজকর্ম চালাইয়া যাইবে’
‘বিদেশী দূতাবাসের মর্যাদা অক্ষুণ্ন থাকিবে’
‘নয়া সরকারের প্রতি পাকিস্তানের স্বীকৃতি’
‘অচল নোটের আট হাজার টাকা ফেরত’
‘বি এ সিদ্দিকী রেডক্রসের চেয়ারম্যান’
‘লন্ডনস্থ হাইকমিশন ভবনে বিক্ষোভ’
‘জনসাধারণের স্বস্তির নিঃশ্বাস’
‘বিভিন্ন মহলের অভিনন্দন’
‘ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারদের প্রতি নির্দেশ’
‘নির্দেশাবলী’
--- thereport24.com, ২০১৫ আগস্ট ১৫
সংবাদ মাধ্যমে এ হত্যাকান্ডের ইন্ধনদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের সেণ্ট্রাল ইণ্টেলিজেন্স এজেন্সি সিআইএ-কে দায়ী করা হয় বাংলাদেশে অবস্থিত তৎকালীন রাষ্ট্রদুত ইউজিন দিয়ে লরেন্স লিফসুল্জ সিআইএ-কে অভ্যুত্থান ও গণহত্যার জন্য দোষারোপ করেন।
--- https://bn.wikipedia.org
--- https://bn.wikipedia.org
song by Bon Jovi titled "The More Things Change"
উত্তরমুছুনYou know the more things change
The more they stay the same
Ah, is it just me or does anybody see
The new improved tomorrow isn't what it used to be
Yesterday keeps comin' 'round, it's just reality
It's the same damn song with a different melody
I tell you one more time with feeling
Even though this world is reeling
You're still you and I'm still me
https://www.youtube.com/watch?v=boGfhAHjGVY