আমার একটা প্রকল্পের কাজে বাংলাদেশের সাংবিধানিক কিছু দলিলপত্র পর্যালোচনা করা দরকার। তাঁর মধ্যে একটি হল ১৯৭২ সালে গঠিত সংবিধান প্রণয়ন কমিটি প্রদত্ত চূড়ান্ত প্রতিবেদন। প্রাপ্ত উপাত্ত অনুযায়ী ড্রাফ্টিং কমিটির ৭৪ টি সভা অনুষ্ঠিত হয়। সর্বজন শ্রদ্ধেয়, এবং আমার সিনিয়র, ডঃ কামাল হোসেন তার সভাপতি ছিলেন। Constituent Assembly সাত দিন ধরে খসড়া সংবিধান নিয়ে বিতর্ক করে।
এই 'the final report of the Drafting Committee' খুঁজছি। মনে ভাবলাম, এক ন্যাশনাল আর্কাইভসে থাকতে পারে, নইলে সংসদ লাইব্রেরীতে। এখন আমার মত আম জনতার পক্ষে সংসদ লাইব্রেরীতে প্রবেশ করা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতই কষ্ট কল্পনা। তাই গেলাম ন্যাশনাল আর্কাইভসে। হরেক রকম পরিচয়পত্র ছবি ইত্যাদি দিয়ে, একাধিক আবেদন পত্র পুরন করে, প্রবেশাধিকার পাওয়া গেল, কিন্তু ওখানকার সকল ক্যাটালগ শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও রিপোর্টটির হদিশ পাওয়া গেলনা।
পরে ওখানকার প্রধান গবেষণা কর্মকর্তার সাথে কথা বলে গেলাম, দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষা করার পর ওনার সাক্ষাৎ পেলাম। অনেক আলচনা হল, উনি বললেন, রিপোর্টটি ওনাদের কাছে নেই। তবে আমি যদি বলতে পারি কোথায় আছে, উনি যোগাড় করতে পারেন, বললাম আমারতো বিশ্বাস ছিল এখানেই একমাত্র থাকতে পারে।
'final report of the constitution Drafting Committee, 1972' আরকাইভসে নেই; স্বাধিনতার ঘোষণাপত্রের মুল কপি, ফটোকপি কোণটাই নেই; ‘Provisional Constitution of Bangladesh Order, 1972’ নেই; ১৯৭২ সালের প্রথম বাংলাদেশের সংবিধানের মুল কপি, ফটোকপি কোনটাই নেই।
প্রশ্ন জাগে, তবে এই আর্কাইভস কেন আছে?
-- ৭ ফেব্রুয়ারী, ২০১৬ খৃষ্টাব্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন