সোমবার, মার্চ ২১, ২০১৬

এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়া থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের বিকৃত ভাষণ অবিলম্বে প্রত্যাহার করা হউক

তারিখঃ ২৫শে আগস্ট, ২০১৫
প্রতি
সম্পাদক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সচেতন নাগরিক মণ্ডলী, ও বন্ধুগণ
মহোদয়
আমার শারদীয় শুভেচ্ছা গ্রহন করুন!
বাঙ্গালীর অতি গর্বের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তথা ‘গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ বিকৃতির এক ভয়াবহ চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা আমার এই পত্রের উদ্দেশ্য।
1. আপনারা অবগত আছেন যে সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) এর ৫৫ ধারা বলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে পঞ্চম তফসিল সংযোজিত হয়। সংবিধানের পঞ্চম তফসিলটি হল “১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ”, যা সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদের অধীনে সংবিধানে সংযুক্ত হয়।
2. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫০ অনুচ্ছেদে বলা হয়েছেঃ
[ ১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বওে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবধিান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলি ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি হিসাবে কার্যকর থাকিবে।
(২) ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখ হইতে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হইবার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ..., যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি বলিয়া গণ্য হইবে।]
3. অতএব, “১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ” গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, তা প্রতিষ্ঠিত হল।
4. গত সপ্তাহে আমার আইন ব্যাবসায়ের উদ্দেশ্যে পরিচালিত গবেষণায় প্রতীয়মান হয় যে বাঙ্গালীর অতি গর্বের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তথা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একটি বিকৃত পাঠ বিভিন্ন প্রকাশনায় প্রচারিত হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। নিন্মে উল্লেখিত বিকৃতির কতিপয় নমুনা আপনাদের বিবেচনারথে উপস্থাপন করছিঃ
a. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ১০ম অনুচ্ছেদের প্রথম লাইনটি হল "আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা।" (পঞ্চম তফশিল, ১৫০(২) অনুচ্ছেদ, পৃষ্ঠা ৭৭, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, [সর্বশেষ সংশোধনীসহ মুদ্রিত] অক্টোবর, ২০১১। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়। মুদ্রন ও প্রকাশনা শাখা।)
b. এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ (5, Old Secretariat Road, Nimtali, Ramna Dhaka-1000, Bangladesh) এর প্রকাশিত বাংলাপিডিয়ার মতে এই বাক্যটি এইরুপঃ "আমি, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না।" অর্থাৎ, আমি কথাটি দুইবার বলা হয়েছে।
c. উইকিপিডিয়ার মতও এইটিইঃ "আমি, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না
d. bn.wikisource.org এরও এই মতঃ "আমি, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। [ পরবর্তী সংযুক্তিঃ আমাদের আহবান সবার কাছে পৌঁছনোর পর এখান থেকে ভাষণের টেক্সট সরিয়ে নেয়া হয়েছে। আমরা এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।- The Curious Lawyer]
e. আইন মন্ত্রনালয়ের বাংলাদেশ কোড মতে এর ইংরেজি রূপ হলঃ "I do not desire the office of Prime Minister" [FIFTH SCHEDULE [Article 150(2)]
f. তথ্য মন্ত্রণালয় প্রকাশিত ভাষণের চলচ্চিত্র বলছে "আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা।"
5. বাংলাপিডিয়া, উইকিপিডিয়া কত্রিক প্রকাশিত ও প্রচারিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তথা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই বিকৃত রূপ, তথা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ১০ম অনুচ্ছেদের প্রথম লাইনটিতে ‘আমি’ কথাটি মুল ভাষ্যে প্রাপ্ত একবারের স্থলে দুইবার অর্থাৎ "আমি, আমি বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে। একই সাথে এই বিকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্লোভ নিঃস্বার্থ চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টায় লিপ্ত হয়।
6. আমার ক্ষুদ্র সামরথে আমি বিষয়টি সংশ্লিষ্ট সকলের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি, তবে আশঙ্কা করি যে তা যথেষ্ট নয়।
এক্ষনে, আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমাদের সকলের উদ্যোগে এই বিকৃতি দূর হয়ে বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের গৌরব অক্ষুণ্ণ থাকতে পারে।
নিবেদন ইতি
আবু রায়হান মুহাম্মদ খালিদ, ব্যারিস্টার-অ্যাট-ল
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন