প্রবীণ আইনজীবী ও আইনবিদ মাহমুদুল ইসলাম প্রয়াত।
তাঁর পুণ্য স্মৃতির প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা জানাই। আমাদের আইন জগতে যে অল্প কয়েকজন মানুষ বিত্তের থেকে জ্ঞানের সাধনায় অধিক ব্রতী হয়েছেন, তিনি তাঁদের অন্যতম।
প্রকৃত প্রস্তাবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকদের যে কর্তব্য ছিল, তিনি তা পালন করে জাতি হিসাবে আমাদের লজ্জ্যা ঢেকেছেন। তাঁর উজ্জ্বল উদহারন ব্যাতিত আমাদের আইনবিদ্যার অর্থপূর্ণ চর্চা প্রায় অনুপস্থিত। একজন আইনজীবীর অতি ব্যাস্ত জীবনের মধ্যেও তিনি সময় খুঁজে আইনের ভাবের গভীরে ডুব দিয়েছেন, আমাদের দেশের আইনের নিজস্ব মনিমুক্তা খুঁজে বের করতে সচেষ্ট হয়েছেন; কখনো সংবিধানে, কখনো দেওয়ানী কার্যবিধি, কখনো আইনের ব্যাখ্যার মত ধ্রুপদী বিষয়ে। ভবিষ্যতে যারা আইনবিদ্যার চর্চা করবে, তাঁদের জন্য তৈরি করে দিয়ে গেছেন এক মজবুত ভিত্তি ভুমি।
তাঁর ঋণ অনস্বীকার্য।
তিনি দেওয়ানী আইনে দেশের শীর্ষ আইনজীবী ছিলেন, তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে সহকর্মীদের কাছে শুনেছি তিনি প্রথম জীবনে মামলার যে ফী নিতেন, শেষ জীবনেও তার মতই অত অল্প ফীতে মামলা করে দিতেন। এ রকম সংযমের দৃষ্টান্ত মেলা ভার।
আমাদের সময় তিনি যেমন ছিলেন তরুন আইনজীবীদের অনুকরণীয় দৃষ্টান্ত, এই সময়ে এসে এখনও তিনি তরুন আইনজীবীদের প্রধান আইডল।
আমার অকুণ্ঠ শ্রদ্ধা এই জ্ঞান সেবকের প্রতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন