জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা
"জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা "সংবিধানের বিধানাবলি সাপেক্ষে" শব্দগুল দ্বারা বিশেষিত হওয়ায় সংশদের আইন প্রণয়ন ক্ষমতা ... কি পরিমাণ খর্ব হয়েছে ধারনা লাভের জন্য সংবিধানের যেসব বিধান সংসদের ঐ ক্ষমতাকে প্রভাবিত করে বলে বিবেচনা করা যেতে পারে তাঁর কয়েকটি নিচে চিনহিত করার চেষ্টা করা হলঃ
(১) অনুচ্ছেদ ২৬;
(২) অনুচ্ছেদ ৮২;
(৩) অনুচ্ছেদ ৮৯(৩);
(৪) অনুচ্ছেদ ৮৯(১);
(৫) অনুচ্ছেদ ৮০ (৩);
(৬) অনুচ্ছেদ ৯৩;
(৭) অনুচ্ছেদ ৬৫(১) শর্তদফা ।
(২) অনুচ্ছেদ ৮২;
(৩) অনুচ্ছেদ ৮৯(৩);
(৪) অনুচ্ছেদ ৮৯(১);
(৫) অনুচ্ছেদ ৮০ (৩);
(৬) অনুচ্ছেদ ৯৩;
(৭) অনুচ্ছেদ ৬৫(১) শর্তদফা ।
উপরে উল্লেখিত এ সাতটি বিধান ছাড়াও সংবিধানে এমন আরও কিছু বিধান রয়েছে যেগুলো সংসদের আইন-প্রনয়ন ক্ষমতাকে কোনভাবে প্রভাবিত করেছে কিনা তা পরিক্ষা করে দেখার সুযোগ রয়েছে। কিন্তু এ বিষয়ে আলোচনা দীর্ঘতর না করার উদ্দেশ্যে নিন্মে উপরজুক্ত সাতটি বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে।"
--- (পৃষ্ঠা ১২৭, সংসদীয় রীতি ও পদ্ধতি, খোন্দকার আবদুল হক। প্রকাশকঃ ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদের 'Strengthening Parliamentary Democracy' প্রকল্প থেকে প্রকাশিত। Bangladesh Institute of parliamentary Studies (BIPS) এর সম্পত্তি। প্রথম সংস্করণ)
প্রশ্নঃ সংবিধানের সাত (৭) অনুচ্ছেদের বিধান "(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে"; এই তালিকায় আসার কথা ছিলনা? http://bdlaws.minlaw.gov.bd/bangla_sections_detail.php…
আমি এই গ্রন্থকার সম্বন্ধে জানিনা। ভুমিকায় তিনি বলেছেন তিনি "দীর্ঘদিন যাবত সংসদের সেবায় নিয়জিত থাকার সুবাদে" এই গ্রন্থ রচনা করেছেন। সংসদীয় রীতি ও পদ্ধতির মত দুরহ ও অতি গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত হয়ে গ্রন্থ রচনার উপযুক্ত শিক্ষা ও যোগ্যতা তাঁর কি প্রকার আছে, তা তিনি প্রকাশ করেননি। তবে অনুমান করি, দেশের এতসব বিদগ্ধ সাংবিধানিক আইনবিদ থাকা সত্ত্বেও যেহেতু তিনি এই গৌরব অর্জন করেছেন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তাঁর সকলই রয়েছে, কেবল বিনয়বশত তিনি সেই ফিরিস্তি দিয়ে ৬৪৯ পৃষ্ঠা দীর্ঘ এই গ্রন্থখানিকে আর ভারাক্রান্ত করতে চাননি।
বর্তমানযুগে দুর্লভ এই মিতাচার আমাদেরকে আশান্বিত করে তোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন