বাঙ্গালী আর কখনো মুজিব হতে চাইবেনা, ৩৭ বছর রাজনৈতিক সংগ্রাম করে, তার মধ্যে বার বৎসর কারাভোগ আর আরও দশ বৎসর পাকিস্তানী সরকারের নজরদারির মধ্যে জীবন কাটালেন; পারিবারিক জীবন বলে কিছু থাকলোনা। দেশ স্বাধিন হলে ক্ষমতায় এলেন, ক্ষমতায় রইলেন কেবল মাত্র তিন বৎসর মত, তারও শেষ বছর গেল দুর্ভিক্ষ আর তিক্ত বিরোধী আন্দোলন দমাতে; আর তার মূল্য দিলেন তাঁর নিজের ও তাঁর প্রায় সমগ্র পরিবারের জীবন দিয়ে; শিশুপুত্র পর্যন্ত রেহাই পেলনা।
বাঙ্গালী আর কখনো জিয়া হতে চাইবেনা, তিনি বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ করলেন, পরে ক্ষমতায় এসে পাঁচ বছরের মত ক্ষমতায় থাকলেন; আর তার মূল্য দিলেন নিজের জীবন দিয়ে, কনিষ্ঠপুত্র অকালে ভিনদেশে বিপন্ন মৃত্যুবরন করল, আর জ্যেষ্ঠ সন্তান হল দেশত্যাগী। পরিবার হল গৃহহারা, কলঙ্কলিপ্ত।
বাঙ্গালী আর গান্ধী হতে চাইবেনা; অর্ধশত বৎসর কাল বৈষম্য আর নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করলেন, নিজের জীবনকে ত্যাগ ও সেবার এক অনুকরণীয় আদর্শে পরিনত করলেন, ভারত স্বাধিন করলেন, আর তার মূল্য দিলেন নিজের প্রাণ দিয়ে; তাঁর জ্যেষ্ঠ পুত্র দুশ্চরিত্র লম্পটে পরিনত হল।
বাঙ্গালী বরং এখন থেকে ব্যাঙ্কে একটা জব পাওয়ার উচ্চাশা পোষণ করবে; আর যদি ব্যাঙ্কলোণ নিয়ে একটা লাল গাড়ী আর উত্তরায় ছোট একটা ফ্ল্যাট কেনা যায়, তবে তো সেটাই মহা সাফল্য।
আর এ সুযোগে একটা নতুন জাতীয়-মত সঙ্গীত প্রস্তাব করছি। আমার রচনা নয়, এক পূর্বতন মহারথী থেকে নেয়া (ভালো কাউকে দিয়ে সুরারোপ করিয়ে নিতে হবে; তবে সে আর এমনকি ব্যাপার!
তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গোরু,শিখি নি সিং বাঁকানো,কেবল খাব খোল বিচালি ঘাস।যেন রাঙ্গা আমলা, তুলে মামলা,গামলা ভাঙ্গে না।আমরা ভুসি পেলেই খুসি হব,ঘুসি খেলে বাঁচব না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন