বুধবার, জুন ১৫, ২০১৬

জিডিপিতে গাছের অবদান বছরে ১২ হাজার ৩৯০ কোটি টাকা

"জিডিপিতে গাছের অবদান কেমন—এ-সংক্রান্ত সমীক্ষা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় হিসাব শাখা। 


জিডিপিতে গাছের অবদান কেমন—এ-সংক্রান্ত সমীক্ষা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় হিসাব শাখা। সেই সমীক্ষায় দেখা গেছে, পরিবার পর্যায়ে অর্থাৎ বাড়ির আশপাশে যে গাছ লাগানো হয়, তা থেকে অর্থনীতিতে বছরে ১২ হাজার ৩৯০ কোটি টাকার মূল্য সংযোজন হয়। বর্তমানে দেশের ২০ লাখ ৫৯ হাজার ৬০৮টি পরিবার এভাবে গাছ লাগিয়ে অর্থনীতিতে সমৃদ্ধ করছে। প্রতিটি পরিবার কমপক্ষে ৫ ডেসিমেল জায়গায় বিভিন্ন জাতের গাছ লাগান। মূলত গাছ থেকে কাঠ, লাকড়ি ও রাবার হয়, পরে তা বিক্রি করে অর্থ উপার্জন করে এসব পরিবার। আর উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত যে মূল্য সংযোজন হয়, তাই জিডিপিতে অবদান রাখে। পরিবার পর্যায়ে যত গাছপালা রোপণ করা হয়, এর মধ্যে শুধু বাসাবাড়ির আশপাশেই অর্ধেকের বেশি অর্থাৎ ৫৪ শতাংশ গাছ লাগানো হয়।

বিবিএসের সমীক্ষায় আরও বলা হয়েছে, বিভিন্ন জাতের গাছ থেকে প্রতিবছর গড়ে ১৬ কোটি ৭৪ লাখ ঘনফুট (সিএফটি) কাঠ উৎপাদন হয়। এ কাঠের আর্থিক মূল্য প্রায় ৬ হাজার ৪০৭ কোটি টাকা। অন্যদিকে প্রতিবছর ১০ লাখ ৫৮ হাজার বিভিন্ন জাতের বাঁশ হয়। এ বিপুল বাঁশের আর্থিক মূল্য ২ হাজার ৩০৭ কোটি টাকা। এ ছাড়া বছরে লাকড়ি হয় ৫১ লাখ ৯১ হাজার ৮৩৫ টন, এর মূল্য ৪ হাজার ৬৫০ কোটি টাকা। আর রাবার উৎপন্ন হয় ১ হাজার ৫৫২ টন। এ রাবারের মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। দৈনিক প্রথম আলো, জুলাই ২৫, ২০১৫।



প্রথম আলো পত্রিকায় গতকাল প্রকাশিত এই বিবিএস সমীক্ষাটি বিবিএস ওয়েবসাইট এ কোথায় আছে কেউ খুঁজে আমাকে সাহায্য করতে পারেন? আমি খুঁজে পাইনি, তবে এ বিষয়ে আমার দক্ষতা অতি সামান্য। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন