বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০১৬

ভুমিকম্প সংবাদঃ বাংলাদেশ বনাম ইতালি; প্রথম আলো বনাম ইত্তেফাক ও অন্যান্য কাগজ

ভুমিকম্প সংবাদঃ বাংলাদেশ বনাম ইতালি; প্রথম আলো বনাম ইত্তেফাক ও অন্যান্য কাগজ

গতকাল সংঘটিত ভুমিকম্পের সংবাদ দেশের প্রধান খবরের কাগজ প্রথম আলো এবং অন্যান্য কাগজ যেভাবে প্রকাশ করেছে তাতে একটা সুস্পষ্ট পার্থক্য দৃশ্যমান।

প্রথম আলো বড় করে ছেপেছে ইতালির ভুমিকম্পের সংবাদকে; একে দিনের প্রধান খবর (লিড নিউজ) করেছে। আর বাংলাদেশের ভুমিকম্পের খবর পাশের এক ইঞ্চি কলামে ছোট করে ছেপেছে।

পক্ষান্তরে অন্যান্য কাগজ যেমন দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন বাংলাদেশের ভূমিকম্পকে দিনের প্রধান খবর করেছে। আর কিছু কাগজ প্রধান খবর করেনি কিন্ত বড় করে ছেপেছেঃ যেমন দৈনিক জনকণ্ঠ ইত্যাদি।

বাংলাদেশের ভুমিকম্পের খবর আর যে পত্রিকা যেভাবেই ছাপুকনা কেন, একটা ব্যাপারে প্রথম আলো আর সব পত্রিকার থেকে আলাদা বলে উঠে এসেছেঃ আর কোন বাংলা পত্রিকা ইতালির ভুমিকম্পের খবরকে বাংলাদেশের পাঠকদের জন্য দিনের প্রধান খবর বা লিড নিউজ হিসাবে ছাপেনি। 

সাবাশ প্রথম আলো, একটি আন্তর্জাতিক পত্রিকা হয়ে ওঠার জন্য। বিদেশীরা যথার্থই আনন্দিত হবে এই নীতির জন্য।

তবে আমার একটা দেশি পত্রিকা দরকার দেশের খবরের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন