বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

আমাদের নাকি এখন থেকে রাসুলুল্লাহ সাঃ এর "গোলামী" করতে হবে - নাউজুবিল্লাহ।

২ টি ওয়াজ আমাকে এক ভাই পাঠিয়েছিলেন শুনতে। দুই জনই নতুন এক তত্ত্ব আবিষ্কার করেছেন আল কুর'আনুল আজিম থেকে -

আমাদের নাকি এখন থেকে রাসুলুল্লাহ সাঃ এর "গোলামী" করতে হবে - নাউজুবিল্লাহ।

ওয়াজ ১টির লিঙ্ক দিলামঃ
১। "তোমরা যদি আমার নবীর গোলাম হইয়া যাও" https://fb.watch/bN7yAnKcbt/

অন্যটির ভিডিও আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছেন শুধু, অনলাইনে খুঁজে পেলাম না।

এই বিরাট ভ্রান্তি যাতে দূর হয় তাই এই গবেষণা করলাম। আল্লাহ পাক কবুল করুন।

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ আউজুবিল্লাহি মিনাশাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
"আনি বুদু ললাহা ওআ-ততাকুহু ওআ-আতিউন" (সুরা নুহ, আয়াত ৩)

অর্থঃ "যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর’।"
ভাষ্য, উচ্চারণ ও অনুবাদঃ https://quranhadithbd.com/sura/71

ভয় ও এবাদত শুধু আল্লাহ তায়ালার প্রাপ্য। রাসুলুল্লাহ সাঃ কে আমরা অনুসরন করবো। কিন্ত রাসুল্লাহ সাঃ আমাদের রব বা মালিক নন, আমরাও তাঁর গোলাম নই।

আল্লাহ পাক ইরশাদ করেন যে রাসুলুল্লাহ সাঃ আমাদের "সাহিব" বা সঙ্গীঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম,

"কুল ইননামা আইযুকুম বি-ওআহিদাতিন আন তাকুমু লি-ললাহি মাসনা ওআ-ফুরাদা সুমমা তাতাফাককারু মা বি-সাহিবিকুম মিন জিননাতিন ইন হুওআ ইললা নাজিরুন লাকুম বায়না য়াদায় আজাবিন শাদিদ" (সুরা সাবা, আয়াত নং ৪৬)

অর্থঃ "বল, ‘আমি তোমাদের একটি বিষয়ে উপদেশ দিচ্ছিঃ তোমরা আল্লাহর উদ্দেশ্যে দু’জন করে অথবা একা একা দাঁড়াও এবং চিন্তা করে দেখ, তোমাদের সঙ্গী পাগল নয়। সে তো আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র।’"
ভাষ্য, উচ্চারণ ও অনুবাদঃ https://quranhadithbd.com/sura/34
দেখুন আল্লাহ তায়ালা আমাদের শিখিয়েছেন যে রাসুলুল্লাহ সাঃ আমাদের "সাহিব বা সঙ্গী"। আপনাদের কথা মত তিনি আমাদের মালিক বা আমরা নবীজির গোলাম - এমন আল্লাহ পাক আমাদের শেখান নি।
আল্লাহ তায়ালা একই শিক্ষা আরও ইরশাদ করেছেন নিন্মোক্ত আয়াত গুলোয়ঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম,

১। সুরা আ'রাফ, আয়াত ১৮৪

২। সুরা তাওবা, আয়াত ৪০ - এ আয়াতে আল্লাহ তায়ালা মক্কা থেকে মদিনায় হিজরতের সময় এক পার্বত্য গুহায় লুকিয়ে থাকা রাসুলুল্লাহ সাঃ এর সঙ্গী আবু বাকার রাঃ কে রাসুলুল্লাহ সাঃ এর সাহিব বলে ইরশাদ করেন

৩। সুরা নাজম, আয়াত ২

৪। সুরা তাকভির, আয়াত ২২

আল্লাহ আমাদের শিরক থেকে রক্ষা করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন