বুধবার, এপ্রিল ২০, ২০১৬

বাংলাদেশ অংশগ্রহনমুলক পানি ব্যাবস্থাপনা বিধিমালা, ২০১৪ এর ভেল্কি! / Bangladesh Participatory Water Management Rules, 2014

Participatory Water Management Rules, 2014

বাংলাদেশের কৃষি ব্যাবস্থা ধ্বংসের চক্রান্ত!

সুখবর! বাংলাদেশ সরকার অংশগ্রহনমুলক পানি ব্যাবস্থাপনা বিধিমালা, ২০১৪ তৈরি করেছে। যারা এখনও পাননি, তাদের জন্য।
এস, আর, ও নং ২৩-২০১৪।-- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০ (২০০০ সালের ২৬ নং আইন) এর ধারা ২৫, ধারা ৬(১) এর দফা (ঠ) এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৪ নামে প্রণয়ন।
http://www.dpp.gov.bd/upload_file/gazettes/7147_19286.pdf


মজার ব্যাপার হল "অংশগ্রহনমুলক পানি ব্যাবস্থাপনা বিধিমালা, ২০১৪" লিখে গুগুলে সার্চ করে দেখুন, কোন রেজাল্ট পাবেন না। পানি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খুজে দেখুন এই বিধিমালা পাবেন না; WARPO, BWDB এর ওয়েবসাইটে খুজে দেখুন পাবেন না। শুধু dpp.gov.bd ছাড়া আর কোথাও এই আইন নেই; খবরে খুজে দেখুন কোন পত্রিকার পাতায় এর খবর ছাপা হয়নি।
এ এক আজব ভেল্কি বাজী!

আজ সকালে (২১.০৪.২০১৬) করা সার্চের স্ক্রিন প্রিন্ট


কাল রাতের মধ্যে, আমি অভিযোগ করার পর bluegoldbd.org আর ADB ওয়েবসাইটে ইংরেজিতে এর নাম যোগ করা হয়েছে।তবে এরা সবই বিদেশি ওয়েবসাইট, এখনও কোন বাংলাদেশ সরকার ওয়েবসাইট এই আইনের উল্লেখ পাওয়া যায়না। পানি মন্ত্রণালয়ের ওয়েবসাইট যেখানে এর কথা থাকার কথা, সেখানে নেই। আফসোস, কাল কেন স্ক্রিন প্রিন্ট করলাম না!

আজ সকালে (২১.০৪.২০১৬) করা ইংরেজি সার্চের স্ক্রিন প্রিন্ট
আশ্চর্য কাণ্ড! সরকার ২০১৪ সালে ফেব্রুয়ারি মাসে এই রুলস তৈরি করলো, কিন্ত এখনও পানি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এর উল্লেখ নাই কেন? এই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কোন পানি আইনের নাম নেই কেন? 
WARPO ওয়েবসাইটে বাংলাদেশের পানি আইনের তালিকা। এখানে এই রুলসের নাম নেই,। স্ক্রিনশট আজ সকালে (২১.০৪.২০১৬) নেয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন